বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

পুনে চলচ্চিত্র উৎসবে ইরানের ‘বেটার দেন নিল আর্মস্ট্রং’

পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০ 

news-image

ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেবে নির্মাতা আলিরেজা কাশেমি পরিচালিত শর্ট ফিল্ম ‘বেটার দেন আর্মস্ট্রং’। পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ১৮তম আসরে ছবিটি দেখানো হবে।

আলিরেজা কাশেমির লেখা ও পরিচালনার ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘বেটার দেন নিল আর্মস্ট্রং’ চারটি শিশুর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তারা ‘রেডল্যান্ড’ নামে একটি রহস্যময় জায়গা খোঁজার মিশন নিয়ে চন্দ্র ভ্রমণ শুরু করে। কিন্তু রেডল্যান্ডের দরজাগুলোতে পাহারায় থাকেএকটি ক্ষতিকর সাপ।

১৮তম পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৯ থেকে ১৬ জানুয়ারি।

চলচ্চিত্র উৎসবে এছাড়াও দেখানো হবে চলচ্চিত্রকার হামেদ তেহরানি পরিচালিত ইরানি ফিচার ‘ডায়াপ্যাসন’। সূত্র: মেহর নিউজ এজেন্সি।