শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পাম স্প্রিংস উৎসবে দেখানো হবে তিন ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২১ 

news-image

৩৩তম পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্র নির্মাতাদের তিনটি চলচ্চিত্র দেখানো হবে।  আগামী বছরের ৬ থেকে ১৭ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে আন্তর্জাতিক এই উৎসব অনুষ্ঠিত হবে।উৎসবের বিভিন্ন বিভাগে  প্রতিদ্বন্দ্বিতা করবে আসগার ফারহাদির “অ্যা হিরো”, বেহতাশ সানাইহা ও মরিয়ম মোকাদ্দামের “ব্যালাড অব অ্যা হোয়াইট কাউ” এবং ফিরুজেহ খোসরাভানির “রেডিওগ্রাফ অব অ্যা ফ্যামিলি”।কান ২০২১-এ গ্র্যান্ড প্রিক্স (প্রাক্তন অ্যাইকো) বিজয়ী ইরানি চলচ্চিত্র “অ্যা হিরো” আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ৯৪তম একাডেমি পুরস্কারের যোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে।চলচ্চিত্রটি রহিমকে নিয়ে তৈরি করা হয়েছে। ঋণ পরিশোধ করতে অক্ষম হওয়ায় তাকে কারাগারে যেতে হয়। কারাগার থেকে সে দুই দিনের ছুটি পায়। এসময় সে তার পাওনাদারকে বকেয়া অর্থের কিছু অংশের জন্য তার অভিযোগ প্রত্যাহার করানোর চেষ্টা করে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঘটে না।“ব্যালাড অব অ্যা হোয়াইট কাউ” ইরান ও ফ্রান্সের সহ-প্রযোজনার ছবি। চলচ্চিত্রটিতে মিনা নামে একজন নারীর ঘটনা তুলে ধরা হয়েছে। কোনো এক অপরাধের দায়ে তার স্বামী বাবাককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু যখন তিনি জানতে পারেন যে, তার স্বামী নির্দোষ ছিলেন তখন তার জীবন উলটপালট হয়ে যায়।কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করে এবং আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দেয়। মিনা তার নিজের এবং মেয়ের স্বার্থে একটি নিষ্ঠুর ব্যবস্থার বিরুদ্ধে নীরব যুদ্ধ শুরু করে। যখন তার টাকা ফুরিয়ে আসে রেজা নামে একজন অপরিচিত লোক তার দরজায় কড়া নেড়ে বলছে, সে বাবাকের কাছে তার ঋণ পরিশোধ করতে এসেছে। মিনা প্রথমে পাহারা দেয়, কিন্তু ক্রমশ রেজাকে তার জীবনে প্রবেশ করতে দেয়। তাদের একে অপরের সাথে বেঁধে রাখার গোপন রহস্য সম্পর্কে অজানা থেকে যায়।এছাড়া ইরান, সুইজারল্যান্ড এবং নরওয়ের সহ-প্রযোজনার ছবি “রেডিওগ্রাফ অব অ্যা ফ্যামিলি” এই উৎসবে দেখানো হবে।আগামী ৬ জানুয়ারি পাম স্প্রিংস কনভেনশন সেন্টারে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে। সূত্র: তেহরান টাইমস।