শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পাকিস্তানে ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ৬২ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০২৩ 

news-image
চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (মার্চ ২১ থেকে অক্টোবর ২২) পাকিস্তানে ইরানের তেল-বহির্ভূত রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেড়েছে। মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে বলে জানান ইরানের হাউস অফ ইন্ডাস্ট্রি, মাইনিং অ্যান্ড ট্রেডের আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য উন্নয়ন কমিটির মুখপাত্র।
রুহুল্লাহ লতিফি বলেছেন, ইরান এই বছরের সাত মাসে প্রতিবেশী পাকিস্তানে ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে।
তিনি আরও জানান, ইরান এই বছরের প্রথম সাত মাসে পাকিস্তান থেকে ৩৫২ দশমিক ৬৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। যা আগের বছরের তুলনায় ৩৯ শতাংশ হ্রাস পেয়েছে। সূত্র: তেহরান টাইমস