শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পশ্চিম এশিয়ার বৃহত্তম টিকা কারখানা চালু হলো ইরানে

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২২ 

news-image

ইরানের আলবোর্জ প্রদেশে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় টিকার কারখানার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হয়েছে।ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহির উপস্থিতিতে পশ্চিম এশিয়ার বৃহত্তম ভ্যাকসিন কারখানার চূড়ান্ত পর্যায়ের কাজ শুরু হওয়ার পাশাপাশি কোভিরান বারেকাত ভ্যাকসিনের ৬ কোটি ডোজ  উৎপাদন কার্যক্রম চালু করা হয়েছে। আলবোর্জ প্রদেশে অবস্থিত বারাকাত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল টাউনে এই কার্যক্রম চালু করা হয়।বারেকাত ইরানে তৈরি প্রথম কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন। টিকাটি ইরানের শিফা ফার্মড ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের তৈরি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।