শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্যটকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার চালু করলো তেহরান-মস্কো

পোস্ট হয়েছে: আগস্ট ২, ২০২৩ 

news-image
রাশিয়া এবং ইরান আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ৫০ জন পর্যটক গ্রুপের জন্য ভিসা-মুক্ত পর্যটন বিনিময় বাস্তবায়ন শুরু করেছে। অনুরূপ চুক্তিতে রাশিয়া ১ আগস্ট থেকে চীনের সাথে আরেকটি পারস্পরিক ভিসা-মুক্ত কার্যক্রমের উদ্বোধন করেছে।
এখন থেকে রাশিয়া ও ইরানের নাগরিকরা পর্যটনের উদ্দেশ্যে উভয় দেশে একই সময়ে ১৫ দিন পর্যন্ত গ্রুপে ভ্রমণ করতে পারবে। মঙ্গলবার স্পুটনিক এই খবর দিয়েছে।
ইরানের ক্ষেত্রে রাশিয়া আনুষ্ঠানিকভাবে দেশটির সাথে ভিসা মওকুফের কার্যক্রম শেষ করেছে জুলাই মাসে। দুই দেশ স্বীকৃত ট্রাভেল এজেন্সির তালিকাও বিনিময় করেছে। সূত্র: তেহরান টাইমস।