সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে: ড. রুহানি

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে কেবল আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে এবং ইরান নিজের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে না।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, বিশ্বের সরকারগুলোর জন্য পরমাণু সমঝোতা হচ্ছে একটি পরীক্ষা। ড. রুহানি বলেন, যদি সব পক্ষ পরমাণু সমঝোতা মেনে চলে তাহলে সব পক্ষের সম্মান-মর্যাদা রক্ষা পাবে। কিন্তু কেউ যদি পরমাণু সমঝোতা থেকে দূরে সরে যায় তাহলে এর মাধ্যমে সে তার সম্মান-মর্যাদা নষ্ট করবে।

রুহানি বলেন, ইরান যে পথ অনুসরণ করছে সেটার প্রতি গোটা বিশ্বের সমর্থন রয়েছে। আমেরিকার ইউরোপীয় মিত্ররাও চায় না পরমাণু সমঝোতা ভেস্তে যাক।

তিনি বলেন, ইরানের অভ্যন্তরে সবাই এখন পরমাণু সমঝোতার বিষয়ে ঐক্যবদ্ধ। – পার্সটুডে।