পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে: জাতিসংঘ মহাসচিব
পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০১৮
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়ার পরমাণু সমঝোতা অবশ্যই রক্ষা করতে হবে। গতকাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান, “গুতেরেস মনে করেন পরমাণু সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রক্ষা করা উচিত।”
তিনি বলেন, “আমাদেরকে অবশ্যই এই অর্জন সংরক্ষণ করতে হবে যা আমাদের বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি।”
গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে বৈঠক করেন। এ সময় তারা পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেন।
এর আগে, ওই দিনই বার্তা সংস্থা এপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে জারিফ বলেন, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় তাহলে ইরানও খুব সম্ভবত এ সমঝোতা বাতিল করবে। তিনি বলেন, মার্কিন সরকার সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পথ বেছে নিলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে এবং সমঝোতা থেকে সরে যাবে। ইরানের জন্য তখন আর সমঝোতায় থাকার কোনা সুযোগ থাকবে না।”
এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরমাণু সমঝোতার প্রতি অনুগত থাকার বিষয়টি বার্লিন এ মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। -পার্সটুডে।