পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহর জন্য ওয়েবসাইট চালু
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২০

ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহর ওপর শিল্পকর্ম প্রচার করতে একটি ওয়েবসাইট চালু করল আর্ট ব্যুরো অব ইসলামিক আইডিওলোজি ডিসেমিনেশন অরগানাইজেশন।
জ্যেষ্ঠ বিজ্ঞানী ফাখরিজাদেহ ছিলেন পরমাণু প্রযুক্তিতে বিশেষজ্ঞ। শুক্রবার বিকেলে সন্ত্রাসী হামলায় তিনি প্রাণ হারান।
ওয়েবসাইটটিতে ফাখরিজাদেহকে নিয়ে পোস্টার, কবিতা ও অন্যান্য শিল্পকর্ম প্রচার করা হবে। আর্ট ব্যুরো ইতোমধ্যে আগ্রহী শিল্পীদের কাছ থেকে সংশ্লিষ্ট শিল্পকর্ম আহ্বান করেছে। যা ওয়েবসাইটটিতে প্রকাশ করা হবে। ওয়েবসাইটের ঠিকানা www.shahidfakhrizadeh.com
সূত্র: তেহরান টাইমস।