নয়া বিশ্বব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৫
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2025/02/4c924330d9c7082kwc5_800C450.jpg)
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, ইরান এবং ইরানিরা নয়া বিশ্বব্যবস্থার অন্যতম শক্তি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি রোববার ১২ ফেব্রুয়ারি ঐতিহাসিক ২২ বাহমান উপলক্ষে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেছেন, এটি একটি অনস্বীকার্য, অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বাস্তবতা যে, বিশ্বশক্তিগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের অগ্রগতি ও ভূ-রাজনৈতিক এবং কৌশলগত সক্ষমতা পর্যবেক্ষণ করে হুমকি ও মিথ্যা বড়াই দেখালেও ভেতরে তারা গভীরভাবে ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের অনিবার্যভাবে এমন একটি বিশ্বশক্তির নয়া ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে, যার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হবে ইরান এবং ইরানিরা।
মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আরও বলেছেন: ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) এর বিজ্ঞ ও সাহসী নেতৃত্বে ইসলামী বিপ্লবের গৌরবময় বিজয় অর্জিত হয়েছে। ওই বিপ্লব বিজয়ের ৪৬তম বার্ষিকী আজ। বিশ্বের উল্লেখযোগ্য উন্নয়নের সূচনা এবং আমেরিকা ও পশ্চিমা শিবিরের শয়তানি আধিপত্য থেকে ইরান ও ইরানীদের মুক্তির দিন আজ। ইরানের ভূমিকে একটি অনস্বীকার্য বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ইরানীদের পবিত্র জিহাদের সূচনার দিন আজ।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন: নিঃসন্দেহে বলদর্পি শুক্তির অব্যাহত ষড়যন্ত্র ও আক্রমণের মুখেও ইসলামি বিপ্লবকে সুরক্ষিত রেখেছে ঐক্যবদ্ধ, বিশ্বস্ত এবং বিপ্লবী জাতির অন্তর্দৃষ্টি, বুদ্ধিমত্তা এবং সতর্কতা। প্রতিরক্ষাসহ অসাধারণ সামরিক প্রতিরোধ; জ্ঞান-বিজ্ঞান এবং প্রযুক্তির একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলার ক্ষেত্রে ইরানের উল্লেখযোগ্য অগ্রগতি ও অসামান্য সাফল্য, একজন সাহসী এবং জ্ঞানী নেতৃত্বের আধ্যাত্মিক দিক-নির্দেশনাও ইসলামি বিপ্লবকে সুরক্ষিত রেখেছে বলে জেনারেল বাকেরি উল্লেখ করেন।পার্সটুডে/