ন্যানোপ্রযুক্তিতে কীটনাশক তৈরিতে সক্ষম ইরানি গবেষক
পোস্ট হয়েছে: অক্টোবর ১৪, ২০১৫

ইরানি এক গবেষক ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে কীটনাশক তৈরি করতে সক্ষম হয়েছে। এ প্রকল্পের পরিচালক ড. নার্গিস মেমারিজাদেহ জানিয়েছেন, ন্যানো প্রযুক্তিতে তৈরি এ কীটনাশক দিয়ে ক্ষতিকারক পোকামাকড় মারা যাবে কিন্তু পরিবেশে তার কোনো বিরূপ প্রভাব পড়বে না।
তিনি বলেন, বিশ্বে অনেক ধরণের কৃত্রিম কীটনাশক ব্যবহার করা হয়। কীট নির্মূল করার পাশাপাশি এ সব কীটনাশক পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে।
ন্যানোপ্রযুক্তি দিয়ে যে কীটনাশক তৈরি করা হয়েছে তা সূর্যের আলোতে ভেঙ্গে যায়। একই সঙ্গে এ কীটনাশক জীব দেহে বিরূপ প্রভাব ফেলে না। এ কীটনাশক অল্পমাত্রায় ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় । ফলে পরিবেশে তার কোনো বিরূপ প্রতিক্রিয়াও পড়ে না। এ প্রযুক্তির মাধ্যমে স্নায়ু ধ্বংসী কীটনাশক ইমিডাক্লোরেপেড তৈরির কথা জানান ড. মেমরিজাদেহ।
তুঁত পাতার মথ এর উপর এ কীটনাশকের পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে, কীট ধ্বংস করার জন্য খুবই স্বল্পমাত্রায় এটি ব্যবহার করতে হচ্ছে। ফলে এটি পরিবেশের জন্য কোনো বিপদ বা হুমকি হয়ে দেখা দিবে না।পাতাবাহারসহ তামাক, পেস্তা বাদাম ও তুলা মতো ফসলে এ কীটনাশক নিরাপদে ব্যবহার করা যাবে।
সূত্র: আইআরআইবি