রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নুরা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো আইআরজিসি

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২১ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরসজিসি) ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স উৎপাদিত ‘নুরা’ করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। রোববার দেশীয়ভাবে তৈরি টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে আইআরজিসি।

আইআরজিসির বাকিয়াতাল্লাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ‘নুরা’ ভ্যাকসিন তৈরি করেছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ও স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকির উপস্থিতিতে টিকাটি উন্মোচন করা হয়।

ইরানি বিজ্ঞানীদের ১৬ মাসের গবেষণা কার্যক্রম শেষে রিকম্বিন্যান্ট ভ্যাকসিনটি মানব পর্যায়ে পরীক্ষার ধাপে প্রবেশ করলো। ‘নুরা’ ভ্যাকসিনের প্রথম ডোজ বাকিয়াতাল্লাহ হাসপাতালের প্রধান হোসেইন সামাদিনিয়ার শরীরে প্রয়োগ করা হয়।  সূত্র: তেহরান টাইমস।