বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষ্পত্তিযোগ্য ইসিজি ইলেক্ট্রোড তৈরি করলেন ইরানি গবেষকরা

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৪ 

news-image
ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানির গবেষকরা ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রে ব্যবহৃত ডিসপোজেবল ইলেক্ট্রোড তৈরি করতে সক্ষম হয়েছেন৷পারদিস টেকনোলজি পার্কে অবস্থিত ‘আদাকের ভিরা ফ্যান গোস্টার কোম্পানি’ নামে একটি ইরানি জ্ঞান-ভিত্তিক কোম্পানির গবেষকরা ডিসপোজেবল ইলেক্ট্রোড তৈরি করেছেন। এটি ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি ডিভাইসের সরঞ্জাম, যা দিয়ে হৃৎপিণ্ড এবং পেশীগুলির অবস্থা পর্যবেক্ষণ করা যায়। এই ইলেক্ট্রোডগুলি হৃৎপিণ্ডের স্পন্দনের সংকেত দেখানোর জন্য হার্ট মনিটর ডিভাইসের তারকে রোগীর বুকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন আরিয়েন নিয়া বলেন, গেল বছর বিশেষজ্ঞদের একটি দলের সহযোগিতায় আমরা ইলেক্ট্রোকার্ডিওগ্রাফি ডিসপোজেবল ইলেক্ট্রোড তৈরির জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং ৬ মাস পরে আমরা দেশীয়ভাবে পণ্যটি উৎপাদন করতে সক্ষম হয়েছি। সূত্র: মেহর নিউজ