মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল থেকে ইরানের ৩৪ বিলিয়ন ডলার রাজস্ব আয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২২ 

news-image

২০২২ সালের প্রথম সাত মাসে ইরানের তেল রপ্তানি থেকে রাজস্ব আয় হয়েছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে গোটা অর্থবছরে ইরানের মোট যে পরিমাণ তেল রাজস্ব আয় হয়েছিল তা থেকে মাত্র পাঁচ বিলিয়ন কম। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।ইআইএ এর প্রতিবেদন মতে, জানুয়ারি থেকে জুলাই মাসে তেল বিক্রি থেকে ইরানের গড় মাসিক আয় হয়েছে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের গড় মাসিক আয়ের থেকে ৪৯ শতাংশ বেশি। আগের বছরে গড় মাসিক আয় ছিল ৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।উল্লিখিত সাত মাসে ইরানের তেলের আয় ২০২০ সালের পুরো আয়ের দ্বিগুণ। এই প্রতিবদেন ইঙ্গিত দিচ্ছে, ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ক্রমশ দুর্বল হচ্ছে।ইরান ২০২০ সালে ১৭ বিলিয়ন ডলার এবং ২০২১ সালে ৩৯ বিলিয়ন ডলার আয় করেছে এবং ইআইএ এর তথ্য অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলের আয় ২০২২ সালে ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

সূত্র: তেহরান টাইমস।