নিউম চলচ্চিত্র উৎসবে ইরানি ছবির অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: জুলাই ৪, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3819485.jpg)
বসনিয়া ও হার্জেগোভিনায় নিউম অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতল ইরানি ছবি ‘দিস সাইড, আদার সাইড’। ইরানি চলচ্চিত্রকার লিদা ফাজলির স্বল্পদৈর্ঘ্যটি আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের টু-ডি ও থ্রি-ডি বিভাগে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে।
চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে, কোনো সীমাই বন্ধুত্ব গঠন ও শিশুদের মধ্যকার স্নেহ-অনুরাগ তৈরি প্রতিরোধ করতে পারে না। নির্মাতা ইচ্ছা প্রকাশ করেন, শিশু বিশ্বের মতো বয়স্কদের বিশ্বও শান্তি ও বন্ধুত্বে পরিপূর্ণ হয়ে উঠেতে পারে।
ইরানের ডকুমেন্টারি অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফিল্ম সেন্টার প্রযোজিত ছবিটি অসংখ্য আন্তর্জাতিক উৎসবে দেখানো হয়। এসব উৎসব থেকে ছবিটি বেশ কয়েকটি পুরস্কার জিতেছে।
এরআগে ‘দিস সাইড, আদার সাইড’ সারবিয়ার শিশু-কিশোর আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র অ্যাওয়ার্ডে সেরা ছবির পুরস্কার হিসেবে গ্র্যান্ড প্রিক্স লাভ করে । গত বছরের নভেম্বরে উৎসবটি অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।