বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নিউ হরিজন উৎসবে ইরানের তিন ছবি

পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২১ 

news-image

পোল্যান্ডে অুনষ্ঠিতব্য নিউ হরিজন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে ইরানের তিনটি ছবি। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব দেশটির রোকলা শহরে ১২ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

নিউ হরিজন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আহমাদ বাহরামির ‘দ্যা ওয়েস্টল্যান্ড’ দেখানো হবে। চলচ্চিত্রটি লোফতোল্লাহ চরিত্রের এক ব্যক্তির গল্প নিয়ে এগিয়ে গেছে। সে পরিত্যাক্ত একটি ভূখণ্ডে বসবাস করে। লোফতোল্লাহ তার বস ও একটি  বসতির নিঃস্ব অধিবাসীদের মধ্যে দায়িত্বশীল বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালন করে। বসতিতে দীর্ঘ দিন ধরে ইট উৎপাদন করা হয়। কিন্তু এক সময় চাহিদা না থাকায় এই ইট ভাটা তুলে দেওয়ায় বাসিন্দাদের বসতি খালি করে চলে যেতে হয়।

এপ্রিলে অনুষ্ঠিত হংকং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে সেরা চলচ্চিত্র হিসেবে ‘দ্যা ওয়েস্টল্যান্ড’ ফায়ারবার্ড অ্যাওয়ার্ড লাভ করে।

উৎসবের ওপ্পো গালা স্ক্রিনিং বিভাগে ইরানের ‘অ্যা হিরো’ দেখানো হবে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আসগার ফরহাদি। কারাবন্দি হওয়া এক ব্যক্তিকে নিয়ে আকর্ষণীয় ড্রামাটি নির্মাণ করা হয়েছে।

অপর ইরানি ছবি পানাহ পানাহি পরিচালিত ‘হিট দ্যা রোড’ ডিসকভারি বিভাগে দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।