নলেজ-বেসড ফার্মে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ দেবে ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৯

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সরেনা সাত্তারি বলেছেন, তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বিদেশি বিশেষজ্ঞ ও গ্রাজুয়েট নিয়োগ দেবে যাতে এ খাতে গবেষণা আরো প্রসার লাভ করে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরঘিস্তান ছাড়াও আফ্রিকা ইউনিয়নের সদস্য দেশগুলো থেকে বিশেষজ্ঞ হায়ার করা হবে। তারা ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কর্মরতদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে এবং নতুন নতুন পণ্য তৈরিতে অবদান রাখবে। মেহর
ইরান একই সঙ্গে এধরনের বিষয়ে উচ্চতর পড়াশুনা করার জন্যে ইন্টার্নশিপ করতেও বিদেশি ছাত্রদের সুযোগ দেবে। ইরানের ওপর অবরোধের কারণে যেসব পণ্য আমদানি করতে পারছে না দেশটি সেসব পণ্য উৎপাদনেও বিশেষ নজর দেয়া হবে বলে সাত্তারি জানান। ইরানে নলেজ-বেসড কোম্পানির সংখ্যা রয়েছে ৪ হাজার ৬শটি এবং বছরে ১শ কোটি ডলারের এ খাতভিত্তিক পণ্য রফতানি করছে দেশটি।