রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নতুন প্রজন্মের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করবে ইরান

পোস্ট হয়েছে: জুন ৪, ২০২৪ 

news-image

ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার রোববার বলেছেন, অদূর ভবিষ্যতে বেশ কয়েকটি দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করা হবে।রোববার একদল কমান্ডারের উপস্থিতিতে এক সমাবেশে বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি ফারদ প্রয়াত ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী স্মরণ করেন।

তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইরানের প্রতিরক্ষা প্রতিরোধ এবং সামরিক শক্তি বেড়েছে। এসময় তিনি ইসলামী সমাজের পরিচালক ও পরিচালকদের জন্য একটি রোল-মডেল হওয়ায় প্রয়াত ইমাম খোমেনির প্রশংসা করে।

সাবাহি ফরদ আরও বলেন, অদূর ভবিষ্যতে বেশ কয়েকটি দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার উন্মোচন করা হবে এবং সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কমব্যাট অর্গানাইজেশন শক্তিশালী এবং দক্ষ দেশীয় অস্ত্রে সুসজ্জিত করা হবে।

সূত্র: মেহর নিউজ