ধর্মীয় পর্যটনে আগ্রহী ইরান ও বাংলাদেশ
পোস্ট হয়েছে: জুন ১৬, ২০১৬

ইরান ও বাংলাদেশ ধর্মীয় পর্যটনে একে অপরকে সহযোগিতা করতে রাজি হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের সংস্কৃতি, পর্যটন ও কুটিরশিল্প পরিচালক মাসোদ সোলতানফার তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মজিবুর রহমান ভূইয়ার সঙ্গে গত রোববার এ নিয়ে আলোচনা করেন। সোলতানফার জানান, দুটি দেশের মধ্যে অভিন্ন ধর্মের মানুষ ও পর্যটক থাকায় ধর্মীয় পর্যটনের বিশাল সুযোগ রয়েছে। এছাড়া ইরান ও বাংলাদেশের মধ্যে পর্যটন শিল্পে আরো সহায়তা কিভাবে বৃদ্ধি করা যায় সে নিয়েও তারা আলোচনা করেন।
সোলতানফার বাংলাদেশি কুটিরশিল্প সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করে বলেন, এ খাতে উভয় দেশ অভিজ্ঞতা বিনিময় করতে পারে। একই সঙ্গে ইরান হয়ে উঠতে পারে বাংলাদেশি পর্যটকদের জন্যে বিশেষ আকর্ষণীয় ভ্রমণস্থান। সূত্র: তেহরান টাইমস