শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘দ্যা মাদারল্যান্ডস বর্ডারলেস কমান্ডার’ প্রকাশ

পোস্ট হয়েছে: জুলাই ১৪, ২০২০ 

news-image

শহীদ কাশেম সোলাইমানির জীবনী নিয়ে ‘‘দ্যা মাদারল্যান্ড’স বর্ডারলেস কমান্ডার’’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে। বইটিতে কিংবদন্তি এই সেনা কমান্ডারের জীবনী গভীরভাবে তুলে ধরা হয়েছে।

বইটির লেখক জেহতাব সোহবাতজাদেহ। এটি প্রকাশ করেছে উত্তরাঞ্চলীয় ইরানি শহর রাশতের একটি প্রকাশনা প্রতিষ্ঠান বোলুর।

‘‘দ্যা মাদারল্যান্ড’স বর্ডারলেস কমান্ডার’’ এ অধ্যায় আছে মোট ১৩টি। এর মধ্যে একটি অধ্যায়ে ১৯৮০-১৯৮৮ ইরান-ইরাক যুদ্ধের সময় অপারেশন কারবালা-৫ এ সোলাইমানি যে অসামান্য অবদান রেখেছেন তা নিয়ে গবেষণা তুলে ধরা হয়েছে।

এছাড়া বইটিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুর্দস ফোর্সের কমান্ডার হিসেবে তার ভূমিকা এবং অঞ্চলে আইএস সন্ত্রাসীদের পরাজিত করতে তার অবদান নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।