দেশে বিনিয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইরান: রুহানি
পোস্ট হয়েছে: নভেম্বর ৫, ২০১৫

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশে বিনিয়োগের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তার সরকার। এ ক্ষেত্রে দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী ইরানি নাগরিকরা অগ্রাধিকার পাবেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, “যখন দেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার প্রশ্ন আসছে তখন ইরানের ভেতরে অথবা বাইরে বসবাসকারী ইরানি উদ্যোক্তা, ব্যবস্থাপক এবং বিনিয়াগকারীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।” আমেরিকায় বসবাসরত ইরানি এলিট ও উদ্যোক্তাদের সঙ্গে নিউ ইয়র্কে এক বৈঠকে এসব কথা বলেছেন ড. রুহানি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য বর্তমানে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানে বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ বিরাজ করছে বিশেষ করে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতা হওয়ার পর এই পরিবেশ তৈরি হয়েছে। এর মাধ্যমে ইরানের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও শিল্পখাতের উন্নয়নের জন্য সেরা সুযোগ এসেছে।
ড. রুহানি বলেন, “ছয় জাতিগোষ্ঠী দেখেছে নিষেধাজ্ঞার মাঝেও ইরান তার অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে চলেছে। পরমাণু ইস্যুতে ভিয়েনা আলোচনা সফল হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল এটি।”
সূত্র: আইআরআইবি