শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পেল ইরানের ফুটবল টিম

পোস্ট হয়েছে: জুন ২৮, ২০১৮ 

news-image

চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়ে বুধবার দেশের ফিরেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফুটবল টিম। দেশে ফিরেই ভক্তদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন টিম মেল্লির খেলোয়াড়রা।

তেহরান টাইমসের খবরে বলা হয়, আনুমানিক ৫ হাজার ফুটবল ভক্ত তেহরানের ইমাম খোমেইনী এয়ারপোর্টে জড়ো হন এশিয়ার সেরা এ দলটিকে বরণ করে নিতে।

ইউরোপের সেরা দল পর্তুগালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ১-১ গোলে ড্র করে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ম্যাচটিতে দুর্দান্ত খেললেও নেহায়েত দুর্ভাগ্যের কারণে চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় টিম মেল্লিকে। অন্যদিকে, ইরানের সঙ্গে ড্র করে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে পর্তুগাল।

সেন্ট পিটাসবার্গে মরোক্কোর বিরুদ্ধে ১-০ গোলে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ইরান। পরের ম্যাচে স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেও ১-০ গোলে পরাজিত হয় কারলোস কুইরোজের ছেলেরা।

ফুটবল বিশ্বকাপ শুরুর নয় দিন আগেই রাশিয়ায় পৌঁছেছিল ইরানের জাতীয় ফুটবল টিম। নক আউট পর্ব থেকে বিদায়ের দুদিন পর দেশে ফিরলো দলটি। সূত্র: তেহরান টাইমস।