শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দূর-নিয়ন্ত্রিত যান তৈরি করলো ইরান

পোস্ট হয়েছে: মে ৮, ২০২৪ 

news-image

সফলভাবে একটি দূর চালিত যান (আরওভি) তৈরি করতে সক্ষম হয়েছে ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি। যানটি পরিদর্শন এবং বিভিন্ন অপারেশন পরিচালনা করার সক্ষমতা রাখে।

বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতির ভাইস প্রেসিডেন্ট মিলাদ ফায়াজি এবং দূর-নিয়ন্ত্রিত গাড়ি তৈরিকারী কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেছেন, আরওভি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত আন্ডারওয়াটার রোবট। দূর-চালিত যানগুলি প্রধানত ডিম আকৃতির হয়ে থাকে বলে জানান তিনি।

ফায়াজি জোর দিয়ে বলেন, এই ধরণের রোবট শিল্প প্রক্রিয়াগুলো সম্পাদনের পাশাপাশি সমুদ্রের মাইন নিষ্ক্রিয়করণ বা বিছানোর মতো সামরিক মিশনগুলো পরিচালনা করতে পারে।

ইরান শিল্প রোবটের উন্নয়নকে অগ্রাধিকার দেয় বলেও জানান তিনি। সূত্র: মেহর নিউজ