বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুবাই জিটেক্স এক্সপোতে ইরানের ২০ স্টার্টআপ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২০ 

news-image

জিটেক্স ২০২০ প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছে ইরানের ২০টি স্টার্টআপ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৬ থেকে ১০ ডিসেম্বর এই আন্তর্জাতিক প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড অ্যাগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর পোর্টালে এই তথ্য জানানো হয়। মেলায় এবছর সাত হাজার প্রতিষ্ঠান অংশ নেবে।

আইসিসিআইএমএ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কমিটির প্রধান মোহাম্মাদ তালায়েই জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সক্রিয় ২৯টি কোম্পানির প্রতিনিধিদের সমন্বয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল জিটেক্স প্রদর্শনীতে যোগ দেবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।