দুই মাসে ইরানের পণ্য রপ্তানি বেড়েছে ৩৭ শতাংশ
পোস্ট হয়েছে: জুন ২, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/06/4169643.jpg)
চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২২ মে) ইরানের পণ্য রপ্তানি ৩৭ শতাংশ বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
এই সময়ের মধ্যে ইরানের বাণিজ্য হয় ১৬ দশমিক ৬৩১ বিলিয়ন ডলারের। এর মধ্যে তেল-বহির্ভূত পণ্যের রপ্তানি হয়েছে ৮ দশমিক ৫১৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৩৮ শতাংশ বেশি। বর্তমানে ইরানের বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য ৪০১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২১ মার্চ থেকে ২২ মে দুই মাসে পণ্যের রপ্তানি পরিমাণ আমদানিকে ছাড়িয়ে গেছে। সূত্র: মেহর নিউজ।