দুই আরব দেশে থেকে টিকার অর্ডার পেয়েছে ইরান
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১

ইরানের তৈরি করোনা ভাইরাস টিকা ‘কোভিরান বারেকাত’ ক্রয়ের জন্য অনুরোধ জানিয়েছে আরবের দুই দেশ। ওই দুই দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানিয়েছে।
ইমামের নির্দেশনা বাস্তবায়ন সদরদপ্তরের তথ্যকেন্দ্রের প্রধান ও টিকা উৎপাদন বিষয়ক ইনচার্জ হোজ্জাত নিকি-মালেকি বলেছেন, আল্লাহর ইচ্ছায় সফলভাবে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে চলেছে। টিকা রপ্তানির বিষয়টি নিয়ে গবেষণা করা হচ্ছে। দেশীয় বাজারের চাহিদা পুরোপুরিভাবে পূরণ হলে তবেই টিকা রপ্তানি করা হবে।
রোববার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এই তথ্য জানান নিকি-মালেকি। তবে ওই দুই আরব দেশ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। সূত্র: তেহরান টাইমস।