রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দারিদ্র নির্মূলের লক্ষ্য নিয়ে আসছে ইরানি বাজেট

পোস্ট হয়েছে: জানুয়ারি ১১, ২০১৮ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান ও তাদের অধিকার রক্ষা সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। গতকাল (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি একথা বলেছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, আগামী ইরানি অর্থবছরে যে নতুন বাজেট প্রণয়ন করা হবে তার প্রধান লক্ষ্য থাকবে দারিদ্র সম্পূর্ণভাবে দূর করা এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি। প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বোচ্চ নেতার বক্তব্য অনুসরণ করে সরকারের সব বিভাগ ও সংস্থা দ্রুত এ লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করবে। পাশাপাশি জনগণের ন্যায্য দাবি ও অধিকার রক্ষার বিষয়টি সরকার দরদের সঙ্গে দেখবে।

সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলিকে এক সপ্তাহের মধ্যে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরার দায়িত্ব দেন প্রেসিডেন্ট রুহানি। বিক্ষোভের সময় আটক ব্যক্তি কিংবা হতাহতদের বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরার কথা বলেছেন তিনি।– পার্সটুডে।