বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দাবা অনলাইন প্রতিযোগিতায় পদক তালিকার শীর্ষে ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ 

news-image

২০২১ এশিয়ান ইউনিভার্সিটি দাবা চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে ইরান। দেশটির শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে সর্বোচ্চ সংখ্যক মেডেল লাভ করে। ইন্দোনেশিয়া থেকে অনলাইনে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এশীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই অনলাইন দাবা প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে ‘২০২১ এশিয়ান ইউনিভার্সিটি চেজ চ্যাম্পিয়নশিপ’ নামে পরিচিত। চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে  দ্বিতীয় দিনের প্রতিযোগিতা শেষে পদক জয়ের শীর্ষে উঠে আসে ইরানি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন ৪ থেকে ৬ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এতে ইরানি দল ১৭ পয়েন্ট নিয়ে পদক তালিকার শীর্ষ স্থান দখল করে। ভারত ও চীন ১৫ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। স্বাগতিক ইন্দোনেশিয়া ১৪ দশমিক ৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। রোববার সপ্তম থেকে নবম রাউন্ডের প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপ শেষ হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।