বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দশ বছরের ইরানি বালিকার কোরআনের সিডি

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০১৬ 

news-image
মাত্র দশ বছরের ইরানি বালিকা হান্নাহ খালাফি তার সুমধুর কণ্ঠে কোরাআন শরীফ অডিও রেকর্ডিং করেছেন। তার অডিও সিডি তেহরানে অনুষ্ঠিত ২৪তম ইন্টারন্যাশনাল হলি কোরআন এক্সিবিশনে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ইরানের সংস্কৃতি ও ইসলামি গাইডেন্স মন্ত্রী আলী জান্নাতি যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে হান্নাহ কোরআন তেলাওয়াত করেন। হান্নাহ সূরা নূর তেলাওয়াত করেন।
কোরআন বিশেষজ্ঞ মোহাম্মদ হোসেইন সাবাজালি অনুষ্ঠানে বলেন, হান্নাহ খালাফি একজন অসাধারণ গুণমুগ্ধ বালিকা যিনি বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে কোরআন তেলাওয়াতের জন্যে আমন্ত্রিত হয়েছেন। তিনি জানান অচিরেই হান্নাহর ভিডিও রেকর্ডিং প্রস্তুতি নেয়া হচ্ছে যেখানে তার কোরআন তেলাওয়াতের ভিডিও সিডি বের করা সম্ভব হবে।
সূত্র: তেহরান টাইমস