দশ বছর আগেই মূত্রাশয় ক্যান্সার শনাক্তের সক্ষমতা অর্জন ইরানের
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০২০
ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের একদল গবেষক বিশ্বে প্রথম বারের মতো ক্লিনিকাল রোগ নির্ণয়ের দশ বছর আগেই মূত্রাশয় ক্যান্সার শনাক্ত করতে সক্ষম হয়েছেন। একই সাথে তারা লক্ষণ বোঝা যায় না এমন স্বাস্থ্যকর ব্যক্তিদের শরীরে টিউমর গড়ে ওঠার আগে থেকেই তা শনাক্ত করার সক্ষমতা লাভ করেছেন।
ড. রেজা মালেকজাদেহর নেতৃত্বে গবেষণা দলটি প্রস্রাবের নমুনার সোম্যাটিক জেনেটিক পরিবর্তন পরীক্ষা করার মাধ্যমে আগে থেকেই রোগটি শনাক্ত করতে সক্ষম হয়েছে। এই খবর দিয়েছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
গবেষণাটির নাম ইউরিনারি টিআরটি প্রমোটার মিউটেশন। এর মাধ্যমে মূত্রাশয় ক্যান্সারের ক্লিনিকাল রোগ নির্ণয়ের দশ বছরেরও আগ থেকেই শনাক্ত করা যাবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ই-বায়োমেডিসিন জার্নালে ‘গোলেস্তান কোহোর্ট স্টাডি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়, যেখান থেকে এর প্রমাণ পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র আইএআরসি এর গবেষকরা অনন্য পাইলট গবেষণায় তেহরান ইউনিভার্সটি অব মেডিকেল সায়েন্স ও ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটকে সহযোগিতা করছে।
বিশ্বব্যাপী সর্বাপেক্ষা প্রচলিত দশটি ক্যান্সারের অন্যতম মূত্রাশয় ক্যান্সার। যা নারী-পুরুষ উভয়েই আক্রান্ত হয়। বিশ্বে ২০১৮ সালে এই ধরনের ক্যান্সার আক্রান্তের সংখ্যা দাঁড়ায় সাড়ে পাঁচ লাখ। যাদের মধ্যে ২ লাখের মৃত্যু হয।
ড. মালেকজাদেহ জানান, ইরানের পুরুষদের মাঝে মূত্রাশয় ক্যান্সার খুবই সাধারণ। দেশটিতে সাধারণ ক্যান্সারগুলোর তালিকায় গ্যাস্ট্রিক, ত্বক, প্রোস্টেট এবং কোলন ক্যান্সারের পরেই আক্রান্তের দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে মূত্রাশয় ক্যান্সার। সূত্র: তেহরান টাইমস।