সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দক্ষিণ কোরিয়ায় তাইকোয়ান্দে ইরানের ৩৭ মেডেল জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৯ 

news-image

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২০১৯ পিয়ংচাং ওয়ার্ল্ড তাইকোয়ান্দো হনমাদংয়ে অংশ নিয়ে ৩৭টি মেডেল জয় করেছে ইরানের জাতীয় তাইকোয়ান্দো দল। কোরীয় মার্শাল আর্টের বাৎসরিক এই ইভেন্টের এবারের ২৭তম পর্ব অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ার পিয়ংচাংয়ে ২৬ থেকে ৩১ জুলাই পুরুষ ও নারী দুই বিভাগে ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড তাইকোয়ান্দো হনমাদংয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ইরানি অ্যাথলেটরা ১৬টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জপদক জয় লাভ করেন। তারা মোট ১২টি ইভেন্টে অংশ নিয়ে প্রতিযোগিতা করেন।

ওয়ার্ল্ড তাইকোয়ান্দো হনমাদংয়ে দেশীয় অংশগ্রহণকারীদের জন্য ৫৯টি ফিল্ড ও বিদেশী অংশগ্রহণকারীদের জন্য ৫৪টি ফিল্ড ছিল। এতে ৫৭টি দেশের প্রায় ৫ হাজার মানুষ সমবেত হন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।