রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

দক্ষিণ কোরিয়ায় ইরানি তেল বিক্রি বেড়েছে ১১৩%

পোস্ট হয়েছে: মে ২৫, ২০১৬ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে দক্ষিণ কোরিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি বেড়েছে শতকরা ১১৩.৫ ভাগ।

দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরে তেল বিক্রির এ পরিমাণ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংস্থা ন্যাশনাল অয়েল কর্পোরেশন জানিয়েছে চলতি বছরের এপ্রিল মাসে ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৭১ লাখ ব্যারেলে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩৭ লাখ ব্যারেল।

২০১৬ সালের প্রথম চার মাসে দক্ষিণ কোরিয়া ইরান থেকে দুই কোটি ৯৯ লাখ ব্যারেল তেল নিয়েছে। গত বছর এ পরিমাণ ছিল এক কোটি ৪৩ লাখ ব্যারেল। দক্ষিণ কোরিয়ার শিল্প সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ইরান থেকে জ্বালানি তেল ও তরল গ্যাস কেনা দ্বিগুণ করবে সরকার।

কোরিয় সরকারের এ নীতির অর্থ হচ্ছে ইরানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার জ্বালানি সম্পর্ক অনেক বেশ গভীর হবে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়া ইরান থেকে ৯৩৬ কোটি ডলারের জ্বালানি তেল নিয়েছিল কিন্তু গত বছর তা নেমে আসে ২২০ কোটি ডলারে।  সুত্র: পার্স টুডে