দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ভলিবলের ফাইনালে ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০১৭

বাহরাইনে অনুষ্ঠিত ২০১৭ এফআইভিবি ভলিবল বালক অনুর্ধ্ব বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে এসেছে ইরানের যুব ভলিবল দল। রোববার বাহরাইনের ইসা সিটি স্পোর্টস হলে সেমিফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইরান।
এদিন মাঠে নেমে দক্ষিণ কোরিয়াকে শূন্য জয় নিয়ে ফেরত পাঠায় ইরানের জাতীয় ভলিবল দল। তিন সেটের ম্যাচে সবগুলিতেই জয় ছিনিয়ে নেয় ইরান। প্রথম সেটে ২৫-২৩ পয়েন্ট, দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় ইরানের খেলোয়াড়রা।
টুর্নামেন্টের শুরুতে ইতালির বিরুদ্ধে ৩-২ সেটের ব্যবধানে জয় ঘরে তুলে টানা সফলতা আনতে সক্ষম হয় ইরান। প্রাথমিক পর্বে দেশটি যথাক্রমে মেক্সিকোকে ৩-০, চীনকে ৩-০ ও চেক প্রজাতন্ত্রকে ৩-০ সেটের ব্যবধানে পরাজিত করে। পরের ধাপে তুরস্ক ও ব্রাজিলকেও পরাজিত করেছে ইরান।
বাহরাইনের রিফফা ও ইসা টাউনে টুর্নামেন্টটি ১৮ আগস্ট শুরু হয়ে চলে ২৭ আগস্ট পর্যন্ত। সূত্র: মেহের নিউজ।