থ্রিডি মডেলে পুনর্নির্মিত হচ্ছে ইউনেসকো স্বীকৃত পাসারগাদে
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/09/3561824-1.jpg)
ইরানের দক্ষিণাঞ্চলের ফারস প্রদেশে অবস্থিত ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য পাসারগাদে। এটির অভ্যন্তরে রয়েছে ১৯০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা বেশ কিছু সংখ্যক স্থাপত্যকর্ম, যেগুলোকে থ্রি-ডাইমেনসনাল মডেলে রূপ দেয়ার কাজ চলছে।
ঐতিহাসিক কমপ্লেক্সটিতে রয়েছে সাইরাস দ্যা গ্রেটের সমাধির ধ্বংসাবশেষ, মোজাফফরি সরাইখানা, স্টোন টাওয়ার, তাল থ্রোন, কিং গার্ডেন পানি-নালা, হাখামানশী বাঁধ বোস্তানখানির অংশবিশেষ ও কয়েকটি প্রাসাদ। এতিহাসিক স্থানটি গবেষণা ও শনাক্তকরণের কাজ পরিচালনায় থ্রি-ডাইমেনশনাল মডেল নকশা করা হচ্ছে। ইরানের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের পরিচালক আফশিন ইব্রাহিমি এ তথ্য জানান।
সাইরাস দ্যা গ্রেটের সমাধি এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এটির প্রতি মানুষের নজর কাড়তে থ্রিডি মডেলের নকশা করা হচ্ছে। সমাধি গম্বুজটি বিশাল বিশাল চুনাপাথরের ব্লক দিয়ে নির্মিত। নিচ থেকে উপর পর্যন্ত এর রয়েছে ছয়টি ধাপ। পেশাদার ক্যামেরাম্যান ও ড্রোন ব্যবহার করে আকাশ থেকে স্থানটির ছবি তোলা হয়। পরবর্তীতে ডিজিটাল প্রযুক্তিতে তোলা এসব ছবির ভিত্তিতে মডেলটি নকশা করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।