মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ত্রিদেশীয় ফুটবল কাপ: রাশিয়ার বিরুদ্ধে ইরানের জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০১৮ 

news-image

ত্রিদেশীয় ফুটবল কাপে রাশিয়ার বিরুদ্ধে জয় পেল ইরান। স্লোভাকিয়ায় চলমান কাপটি অনুষ্ঠিত হচ্ছে। এতে রুশ প্রতিপক্ষদের ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে জয় ঘরে তোলে ইরানের জাতীয় ফুটসল টিম।

মঙ্গলবার স্লোভাকিয়ার ব্রাটিসলাভার হান্ট এরিনায় অনুষ্ঠিত ম্যাচে দুই দল মুখোমুখি হয়। ইরানের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২০১৮ সালের বর্ষসেরা এএফসি ফুটসল খেলোয়াড় আলি আসগার হাসানজাদেহ। রাশিয়ার বিরুদ্ধে তার হ্যাট-ট্রিক খেলার মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচে ইরানি স্কোয়াড থেকে মাহদি জাভিদ ও আবুলঘাসেম ওরুজিও দারুণ পারফরমেন্স করতে সক্ষম হয়েছেন।

আজ বুধবার ‘স্লোভাক ফুটসল উইক ২০১৮’ এর ফাইনাল ম্যাচে স্বাগতিক স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইরান। এরআগে সোমবার প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে ৬-২ গোলে পরাজিত করে রাশিয়া।

ইরান, রাশিয়া ও স্কোভাকিয়ার জাতীয় দলের অংশগ্রহণে ‘স্লোভাক ফুটসল উইক ২০১৮’ শুরু হয়েছে গত সোমবার (৩ ডিসেম্বর)।

ইরান ২০২০ এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সাথে ২০২০ ফিফা ফুটসল কাপের জন্যও প্রস্তুতি নিচ্ছে দেশটির ফুটবলাররা। সূত্র: মেহের নিউজ এজেন্সি।