তেহরানের হস্তশিল্প রফতানি ১৫ মিলিয়ন ডলার
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/04-as-handicrafts_89-ab.jpg)
ইরানে ফারসি বছরের প্রথম তিন মাসে রাজধানী তেহরান থেকে হস্তশিল্প রফতানি ১৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তেহরান কালচারাল হেরিটেজের কর্মকর্তা মোহাম্মদ এনশাহি এ তথ্য দিয়ে বলেছেন, জার্মানি, আর্মেনিয়া, তুরস্ক, আজারবাইজান, রাশিয়া,নেদারল্যান্ড, ফ্রান্স, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও উপসাগরীয় দেশগুলোতে এসব ইরানি হস্তশিল্প রফতানি হয়। ইরানি ঐতিহ্যবাহী কাচ, কাঠ, হাতে তৈরি ও মোয়াজিকের হস্তশিল্প ছিল রফতানি পণ্যগুলোর অন্যতম। ফিনান্সিয়াল ট্রিবিউন ।