তেহরানের মডার্ন মেট্রোতে বেলগ্রেডের মেয়র
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৬
বেলগ্রেডের মেয়র সিনিসা মালির নেতৃত্বে সার্বিয়ার একটি প্রতিনিধিদল গত সপ্তাহে তেহরানের মেট্রো পরিদর্শন করেছে। তেহরানের পাতাল রেলের বিভিন্ন উন্নয়ন দিক ও ব্যবস্থাপনা ঘুরে ফিরে দেখে প্রতিনিধিদলটি। তেহরান পিকচার ওয়েবসাইট জানিয়েছে বেলগ্রেডের মেয়র এসময় তেহরানে পাতাল মেট্রো রেলের ভবন, স্থাপনা, রেল স্টেশন ও আধুনিক পরিচালনা ব্যবস্থাগুলো পরিদর্শন করেন। তারা তেহরানে একাধিক পাতাল রেল স্টেশন ঘুরে দেখেন।
বেলগ্রেডের মেয়র গত সাত সেপ্টেম্বর তেহরানে চারদিনের সফরে আসেন। তেহরান সফর কালে সিনিসা মালি ইরানে তেহরানের মেয়র মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন।
সূত্র: রিয়াল ইরান অনলাইন