তেহরানে ২৬তম আন্তর্জাতিক কোরআন প্রদশর্নী
পোস্ট হয়েছে: মে ২৩, ২০১৮

ইরানের রাজধানী তেহরানে ২৬তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনী শুরু হয়েছে গত শনিবার। এ প্রদর্শনী চলবে ১৭দিন। এ প্রদর্শনীতে কোরআন তেলাওয়াত, কোরাআনের ওপর আলোচনাসহ বিভিন্ন বিষয় ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মানবজাতির পথ প্রদর্শক হিসেবে কোরআনের আবেদন চির অম্লান রাখতে এবং এ ঐশী কিতাবকে কেন অনুসরণ করা জরুরি তার নানা দিক বিশ্লেষণ করবেন আলেম ওলামারা।-ইরনা।