রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে হাজার বছরের পুরনো মুদ্রা উদ্ধার

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২০ 

news-image

তেহরানে হাজার বছরের পুরনো ঐতিহাসিক ১৪১টি মুদ্রা উদ্ধার হয়েছে। সম্প্রতি একজন কবর ডাকাতের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কয়েনগুলো ৯১৩ থেকে ১০০৯ সালের মধ্যকার।

বৃহস্পতিবার প্রাদেশিক পর্যটন বিভাগের উপপ্রধান মোরতেজা আবিদজাদেহ বলেন, মুদ্রাগুলো একজন কবর ডাকাতের কাছ থেকে জব্দ করা হয়েছে। ওই ডাকাত ও তার সহযোগী দক্ষিণ তেহরানের রেই শহরের ইবন-ই বাবভেই প্রাচীন সমাধি থেকে এগুলি আবিষ্কার করে। দাফনের জন্য একটি কবর প্রস্তুত করার সময় কয়েনগুলো আবিষ্কার হয়। পরে তারা মুদ্রাগুলো অর্ধেক-অর্ধেক করে ভাগাভাগি করে নেয়।

এই কর্মকর্তা আরও জানান, অপর কবর ডাকাতের কাছে আরও ১৪১টি কয়েন রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। সূত্র: তেহরান টাইমস।