মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে মাস্কের প্রোডাকশন লাইন উদ্বোধন

পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০২০ 

news-image

তেহরানে বিভিন্ন ধরনের ফেস মাস্কের প্রোডাকশন লাইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অব রোবাত কারিমে এই উৎপাদন কার্যক্রম শুরু হয়।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা রহমানি এবং তেহরান গভর্নর জেনারেল আনুশিরভান মোহসেনি।

প্রোডাকশন লাইনটির মাধ্যমে দৈনিক বিভিন্ন ধরনের ৩০ হাজার ফিল্টার ফেস মাস্ক উৎপাদন করা সম্ভব হবে। এসব মাস্ক ব্যবহার করা যাবে হাসপাতালগুলোতে। এই শিল্প কারখানাটির উৎপাদনকৃত মাস্ক তেহরান মহানগরের ফার্মাসি, ওষুধের দোকান ও মেডিকেল সেন্টারগুলোর চাহিদাও পূরণ করবে।

বর্তমানে এই শিল্প ও প্রোডাকশন ইউনিটটিতে আড়াইশ মানুষ কাজ করছে। মেডিকেল ইকুইপমেন্ট ডিপার্টমেন্টের লাইসেন্স নিয়ে কারখানাটিতে বিভিন্ন ধরনের বহুস্তরযুক্ত ফেস মাস্ক উৎপাদন করা হচ্ছে। সূত্র: তেহরান টাইমস।