শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে প্রাচীন পান্থশালা উন্মুক্ত

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০১৮ 

news-image

জনসাধারণের জন্যে তেহরানে প্রাচীন এক পান্থশালা খুলে দেওয়া হয়েছে। এ পান্থশালা বিদেশি পর্যটকদের জন্যে বিশেষ আকর্ষণীয়। ইরানের খারাজে আলবোর্জ প্রদেশে পান্থশালাটি ঐতিহাসিক শাহ আব্বাসি পান্থশালা হিসেবে সুপরিচিত। ইরান সরকার পর্যটন খাতে যে বিশেষ নজর দিয়েছে তারই অংশ হিসেবে এ প্রাচীন পান্থশালাটি খুলে দেওয়া হল। সেখানে একটি পর্যটক ও অটোমোবাইল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এতে ব্যয় করা হয়েছে ৩০ বিলিয়ন ইরানি রিয়াল।

ইরানের এক পর্যটন কর্মকর্তা রামিন আফসারি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, প্রাচীন এ পান্থশালাটি পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। শতাধিক লোক এখানে কাজের সুযোগ পাচ্ছে। ফিনান্সিয়াল ট্রিবিউন