বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে দুই আন্তর্জাতিক প্রদর্শনী

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৬, ২০২০ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে দুই আন্তর্জাতিক প্রদর্শনী। তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডসে ওই দুই প্রদর্শনী চলছে। এবার সিমেন্ট, কংক্রিট, উৎপাদন প্রযুক্তি ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির ১১তম আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইরান সিমেন্টেক্স ২০২০’ এবং কৃষি, কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম, ইনপুট, সেচ ব্যবস্থার চতুর্থ আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

‘ইরান সিমেন্টেক্স ২০২০’ প্রদর্শনীতে যোগ দেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা রহমানি, ইরানি খনি ও খনিজ শিল্প উন্নয়ন ও সংস্কার সংস্থার (আইএমআইডিআরও) প্রধান খোদাদাদ ঘারিবপুর এবং শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হোসেইন মোদারেস খিয়াবানি।
 
অন্যদিকে ‘ইরান অ্যাগ্রি শো ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ইরানের ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী আব্বাস কেশাভারজসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। মেলায় অংশ নিয়ে কয়েকটি ইরানি ও বিদেশি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ পণ্য ও সেবা দর্শনার্থীদের কাছে তুলে ধরছেন। সূত্র: তেহরান টাইমস