তেহরানে চলচ্চিত্র তারকাদের মিলন মেলা
পোস্ট হয়েছে: জুলাই ২৬, ২০১৬

ইরানে ষোলতম পিকচার ওয়ার্ল্ড সিনেমা ও টিভি অনুষ্ঠানে বসেছিল চলচ্চিত্র তারকাদের মিলন মেলা ।শনিবার তেহরানের ভাহদাত হলে এ মেলায় সমবেত হয়েছিলেন চলচ্চিত্র জগতের কলাকুশলী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ আয়োজনে ‘লাইফ প্লাস ওয়ান ডে’ চলচ্চিত্র ও ধারাবাহিক ‘শাহরজাদ’ শীর্ষ পুরস্কার জিতে নেয়।
চলচ্চিত্র প্রযোজক ও পিকচার ওয়ার্ল্ড সাময়িকীর এডিটর ইন চিফ আলি মোয়াল্লেম অনুষ্ঠানে বলেন, তেহরানে বেসরকারিভারে চলচ্চিত্র বিষয়ক এ ধরনের আয়োজন এটাই প্রথম। এ অনুষ্ঠানে ‘হাফেজ এ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয় চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের মাঝে।
এ আয়োজন করা হয় প্রখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির স্মরণে। দুই সপ্তাহ আগে আব্বাস কিয়ারোস্তামি পরলোকগমন করেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মাসোদ কিমিআই প্রথম আব্বাস কিয়ারোস্তামি পুরস্কার তুলে দেন শাহরাম মোকরির হাতে। বর্ষীয়ান অভিনেতা জামশিদ হাশেমপুর পুরস্কার প্রদান করেন সাইদ রাদ ও ফারামারজ কারিবিয়ানের হাতে।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন