তেহরানে ঈদের নামাজের ইমামতি করবেন আয়াতুল্লাহ খামেনেয়ী
পোস্ট হয়েছে: জুন ১৪, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/06/2803750.jpg)
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী তেহরানে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন। আগামী ১৫ জুন তেহরানের ইমাম খোমেইনী মোসাল্লায় সকাল আটটায় ওই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করবে এ জামাত।
রমজান মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিত্ব ছাড়াও বরেণ্য গুণীজনরা দেখা করেন। এবারো তার ব্যতিক্রম হয় নি।- মেহর নিউজ।