শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে ‘‘ইনক্রেডিবল ইরান’’ ফটো প্রদর্শনী

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১২, ২০১৯ 

news-image

জনপ্রিয় ডকুমেন্টারি সিরিজ ‘ইরানগার্ড’র পরিচালক জাভাদ কারায়ির ছবি সংগ্রহ নিয়ে তেহরানে শুরু হচ্ছে ফটো প্রদর্শনী। শুক্রবার রাজধানীর নিয়াভারান কালচারাল-হিস্টোরিক্যাল কমপ্লেক্সে প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

‘‘ইনক্রেডিবল ইরান’’ শীর্ষক প্রদর্শনীতে কারায়ির সংগৃহীত বিভিন্ন প্রাকৃতিক ভূদৃশ্য ও মানুষজনের ছবি দেখানো হবে। কারায়ি তার ডকুমেন্টারি সিরিজ নির্মাণের কাজে দেশব্যাপী ভ্রমণের সময় ছবিগুলো তুলে রাখেন।

২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন মৌসুমে ‘ইরানগার্ড’ নির্মাণ করা হয়। সিরিজটি ইরানের কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হয়।

সিরিজে ইরানের প্রাকৃতিক ও সাংস্কৃতিক আকর্ষণসমূহ তুলে ধরা হয়। মার্চে জামে জাম টেলিভিশন ফেস্টিভালে সেরা কাহিনিচিত্র অ্যাওয়ার্ডসহ বিভিন্ন উৎসবে কয়েকটি পুরস্কার লাভ করে ‘ইরানগার্ড’।

কারায়ি পর্যটন ব্যবস্থাপনার ওপর গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। ২০ বছর ধরে তিনি ভ্রমণ করছেন।

আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ‘‘ইনক্রেডিবল ইরান’’ ফটো প্রদর্শনী চলবে। সূত্র: তেহরান টাইমস।