শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০ 

news-image

ইরানে ১৩তম আন্তর্জাতিক পর্যটন মেলা ও ৩৩তম ন্যাশনাল হ্যান্ডিক্রাফ্ট ফেয়ার অব তেহরান শুরু হয়েছে। এদিন ‘ন্যাশনাল ট্যুরিজম ব্রান্ডের’ উন্মোচন করা হয়। বুধবার তেহরান ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে মেলা শুরু হয়। অনুষ্ঠানে বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত, ইরানের বিভিন্ন প্রদেশের গভর্নররা যোগ দেন। সেই সাথে মেলায় অংশ নেয় ট্রাভেল এজেন্সিগুলো।

ইরানের উপপর্যটন মন্ত্রী ভালি তেইমুরি জানান, ইরানের পর্যটন কঠিন সময় পার করছে। তবে এই শিল্পের উচ্চ সম্ভাবনার কারণে এসব ঘটনা দেশটির পর্যটনের প্রবৃদ্ধি থামাতে পারে নি। চলতি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ জানুয়ারি ২০২০) আগের বছরের একই সময়ের তুলনায় বিদেশি পর্যটন ২০ শতাংশ বেড়েছে।

করোনাভাইরাস মহামারি ও আান্তর্জাতিক পর্যটনের ওপর এর প্রভাব প্রসঙ্গে কথা বলেন ইরানি মন্ত্রী। তিনি বলেন, এই অনুষ্ঠানে ৪০টির অধিক দেশের অংশগ্রহণ প্রমাণ করে ইরানি পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে অনস্বীকার্য স্থান দখল করে আছে। আমাদের অন্যান্য দেশের অংশীদাররা এ বাস্তবতা সম্পর্কে অবগত রয়েছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।