তুর্কি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইরানের ১৪ ছবি
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১, ২০২১

তুরস্কের চতুর্থ আন্তর্জাতিক অ্যামিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে দেখানো হবে ইরানি চলচ্চিত্রকার নির্মিত ১৪টি ছবি। ইস্তান্বুলে ১ থেকে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবের অফিসিয়াল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য ইরানের ‘ব্রিজ’, ‘বার্নড’, ‘ডেথ লকড আউট’, ‘ইমারজেন্সি’ ও ‘হোয়াইট ক্ল্যাড’ বাছাই করা হয়েছে। ‘ব্রিজ’ নির্মাণ করেছেন ভাহিদ হাসানজাদে। ছবিটিতে রোয়া নামে শহরের একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। সে তার বসের সাথে সম্পর্ক করতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করার চিন্তা করে। আমির কারামির ‘ডেথ লকড আউট’ এ এক নার্সের গল্প বর্ণনা করা হয়েছে। মরিয়ম ইসমিখানির ‘ইমারজেন্সি’তে সাত বছরের মেয়ে নাজানিনের কাহিনী তুলে ধরা হয়েছে। ‘হোয়াইট ক্ল্যাড’ নির্মাণ করেছেন রেজা ফাহিমি। এছাড়া পরিচালক মাজিদ মাজিদির প্রশংসিত ফিচার-লেংথ চলচ্চিত্র “সান চিলড্রেন” উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে পর্যালোচনা করা হবে। সূত্র: তেহরান টাইমস।