তুর্কি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইরানি কুস্তিগিররা
পোস্ট হয়েছে: মার্চ ২৪, ২০২৪

ইরানের অনূর্ধ্ব-১৭ ফ্রিস্টাইল এবং গ্রেকো-রোমান কুস্তিগিররা তুরস্কে ভিক্টরি কাপ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ইরানের ফ্রিস্টাইল কুস্তি দল সোমবার তুরস্কের আয়োজিত ভিক্টরি কাপে ৯টি স্বর্ণ, ১টি রৌপ্য পদক এবং ২টি ব্রোঞ্জ পদক জিতেছে।
ইরান ২৩৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ লাভ করে। এরপরে ১৭০ পয়েন্ট নিয়ে তুরস্ক এবং ১২২ পয়েন্ট নিয়ে আজারবাইজান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে।
এদিকে, ইরানের ১৭ গ্রেকো-রোমান কুস্তি দল ৭টি স্বর্ণপদক, ৩টি রৌপ্য পদক এবং ১টি ব্রোঞ্জ পদক জিতে তুরস্কে আয়োজিত গ্রেকো-রোমান ভিক্টরি কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
১৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক তুরস্ককে ছাড়িয়ে ২৩৫ পয়েন্ট নিয়ে ইরান চ্যাম্পিয়ন হয়েছে এবং ১৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।
ভিক্টোরি কাপ ১২ থেকে ১৪ মার্চ এন্টালিয়াতে অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ