রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুর্কি উৎসবে সেরা চলচ্চিত্র অ্যাওয়ার্ড জিতল ইরানি ছবি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২১ 

news-image

মরিয়ম মোগাদাম ও বেহতাশ সানাইহা পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘ব্যালাড অব অ্যা হোয়াইট কাউ’ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অপরাধ ও শাস্তি বিষয়ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।গোলামরেজা মুসাভি প্রযোজিত, ‘ব্যালাড অব অ্যা হোয়াইট কাউ’ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ফিল্ম ফেস্টিভালের এবারের ১১তম আসরের প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে।‘ব্যালাড অব অ্যা হোয়াইট কাউ’ মিনার গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। কোনো এক অপরাধের জন্য তার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু যখন সে জানতে পারে যে তার স্বামী নির্দোষ ছিল তখন তার জীবন ওলটপালট হয়ে যায়। তাই সে তার নিজের ও মেয়ের জন্য নিষ্ঠুর একটি ব্যবস্থার বিরুদ্ধে নীরব যুদ্ধ শুরু করে।চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মরিয়ম মোগাদাম, আলিরেজা সানি ফার ও পৌরিয়া রাহিমি স্যাম।ছবিটি এর আগে জার্মানিতে ৭১তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (বার্লিনেল) প্রতিযোগিতার দর্শক পুরস্কার বিভাগে তৃতীয় স্থান অর্জন করে। সম্প্রতি ছবিটি অস্ট্রিয়ার ৩৪তম “ডের নিউ হিমফিল্ম” চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।