তুর্কি উৎসবে লড়ছে ইরানি ছবি ‘গ্যাবরিয়েল’
পোস্ট হয়েছে: জুন ১৭, ২০২১

তুরস্কের ইস্তান্বুলে চলমান সুলতানবেইলি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে ইরানি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘গ্যাবরিয়েল’। প্রশংসিত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা ইউসেফ কারগার।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাবরিয়েল’ এ এক বাবার কাহিনি তুলে ধরা হয়েছে। ভালোবাসা, আস্থা ও বিবেকের মধ্যে কঠিন অবস্থার মধ্য থেকে তাকে সিদ্ধান্ত নিতে হয়।
গত জানুয়ারিতে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত ১১তম কারামা হিউম্যান রাইটস চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে ছবিটি নির্বাচিত হয়।
এরআগে ‘গ্যাবরিয়েল’ আমেরিকার ২০২০ বার্কলে ভিডিও অ্যান্ড ফিল্ম ফেস্টিভালে দুটি পুরস্কার জিতে।
ছবিটিতে অভিনয় করেছেন ইউসেফ ইয়াজদানি, শাবনাম ইউসেফি, আলি মোকারাম, সিনা ফারামারজ, মানজার আসগারি ও রাসুল ওমরানিফার। সূত্র: তেহরান টাইমস।