শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কের সঙ্গে ইরানের পর্যটন সহযোগিতা

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০১৬ 

news-image

ইরান থেকে ২২ সদস্যের একটি শক্তিশালী পর্যটন প্রতিনিধিদল তুরস্কের তারাবজন এলাকা সফর করছে। এ প্রতিনিধিদল তুরস্কের সঙ্গে ইরানের পর্যটন সহায়তা নিয়ে আলোচনা করছে। ইরানের আরদেবিল ও জানজন প্রদেশ ছাড়াও পূর্ব ও পশ্চিম আজারবাইজানের আরাস ও মাকু এলাকায় পর্যটন এলাকার সম্ভাবনা নিয়েও তুরস্কের সঙ্গে এ প্রতিনিধিদল আলাপ করছে। এ প্রতিনিধিদলে পর্যটন কর্মকর্তা ছাড়াও ইরানের সংস্কৃতি বিভাগের প্রতিনিধিরা রয়েছেন। পর্যটকদের জন্যে আরাস ও মাকু ভ্রমণের জন্যে মুক্ত এলাকা ঘোষণা করা যায় কিনা সে নিয়েও তারা আলোচনা করছেন।

এছাড়া এ আলোচনায় তুরস্কের তারাবজান এলাকার গভর্নর, তারাবজান চেম্বার অব কমার্স ও ইরান-তুরস্ক বাণিজ্য পরিষদের নেতারা অংশ নেন। তুরস্ক থেকে আরেক প্রতিনিধিদল ইরান সফরে এসে দুটি দেশের মধ্যে পর্যটন খাতের সম্প্রসারণ নিয়ে আরো ব্যাপক আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে তুরস্ক আজারবাইজানের তারাবজান ও তাব্রিজের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। ইরান এ সম্ভাবনা বিবেচনার আশ্বাস দিয়েছে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন